আবুল কাশেম সাগর, রামু:
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর স্মরণে এবং রামুতে বুদ্ধ মূর্তি, বৌদ্ধ বিহার ও বৌদ্ধ বসতিতে ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগসহ উগ্র সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু বিচারের দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় রামু মৈত্রী বিহারে জাতীয় ধর্মীয় পতাকা উত্তোলন, ১০টায় সংঘদান ও স্মরণ সভা এবং বেলা ১২ টায় শান্তিপূর্ণ মানববন্ধন করা হয়।

রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. সংঘ প্রিয় মহাথের। সভাপতিত্ব করেন ভদন্ত সুচারিত মহাথের।

উপস্থিত ছিলেন- রামু থানারঅফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান।

দুপুর ১২টার শান্তিপূর্ণ মানববন্ধনে সভাপতিত্ব করেন কেতন বড়ুয়া।

বিপুল বড়ুয়ার পরিচালনায় বক্তব্য রাখেন রাজন্দ্র বড়ুয়া- ড. সংঘপ্রিয় মহাথের, করুণা শ্রী মহাথের, শিলমিত্র মহাথের, শিলপ্রিয় মহাথের প্রমূখ।

বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং ঘটনায় জড়িতদের বিচার দাবী করেন।