রামু প্রতিনিধি :

রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের উখিয়া উপজেলার হলুদিয়াপালং ইউনিয়নে ‘মানবিক প্রক্রিয়ায় নারীদের প্রচেষ্টা জোরদার’ প্রকল্প সংশ্লিষ্টদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রামু কলেজ গেইট সংলগ্ন জাগো নারী উন্নয়ন সংস্থার সভা কক্ষে এ কর্মশালা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জনগণের মানবিক সহায়তা প্রকল্পের পরিচিতি তুলে ধরেন, ব্র্যাক স্থানীয় জনগোষ্ঠির অংশীদারিত্ব এবং সমন্বয় প্রকল্পের ব্যবস্থাপক মজহারুল ইসলাম। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন, জাগো নারী উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক গৌতম বিশ^াস। দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন, প্রকল্প ব্যবস্থাপক মো. আবদুল আজিজ। কর্মশালায় অতিথিবৃন্দ, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, কমনওয়েলথ অস্ট্রেলিয়া বৈদেশিক ও বাণিজ্য বিভাগের অর্থায়নে এবং ব্র্যাক পরিচালিত জনগণের মানবিক সহায়তা প্রকল্পের সহায়তায় জাগো নারী উন্নয়ন সংস্থা এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।