সমকাল : মেজর (অব.) সিনহা হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ আদালতের নির্দেশে গত ২৪ সেপ্টেম্বর থেকে ডিভিশন সুবিধা ভোগ করছেন। প্রদীপ একটি দুর্নীতি মামলার আসামি হিসেবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন সমকালকে বলেন, ‘কক্সবাজার আদালত থেকে আসামি প্রদীপ কুমার দাশকে ডিভিশন সুবিধা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা তাকে ডিভিশন সুবিধা দিয়েছি।’

এদিকে সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালত দুর্নীতি মামলায় একটি নির্দেশনা দিয়েছেন। এতে বলা হয়, প্রদীপ কুমার দাশ আত্মীয়স্বজন ও তার আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। তবে আত্মীয়স্বজন ও আইনজীবীদের সঙ্গে কারাবিধি অনুযায়ী টেলিফোনে কথা বলতে পারবেন। কারাগার থেকে আসা একটি রিপোর্টের ওপরই শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর আত্মীয়স্বজন ও আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসামিপক্ষ আবেদন করলে তার ওপর শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ দিয়েছিলেন।