এম.এ আজিজ রাসেল :
“তথ্য অধিকার, সংকটের হাতিয়ার” এ প্রতিপাদ্যে কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতামূলক সড়ক প্রচার গাড়ির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান মোল্লা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মো: শাহ আব্দুর রহিম নুরুন্নবী উপস্থিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনলাইন প্লাটফর্মে আয়োজিত আলোচনা সভায় সভাপতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান মোল্লা।
এ সময় অনলাইনে যুক্ত হয়ে জেলা আওয়ামলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ মাহমুদউল্লাহ মারুফ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জোবায়ের হাবিব এবং মেহেরুন্নাহার, জেলা তথ্য অফিসার মো: শাহ আব্দুর রহিম নুরুন্নবী উপস্থিত ছিলেন।