বার্তা পরিবেশকঃ
কক্সবাজার সদরের পিএমখালীতে সন্ত্রাসী হামলায় মা-ছেলে আহত হয়েছে।

তারা হলেন- ইউনিয়নের তোতকখালীর বদিউল আলমের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও
তার ছেলে বোরহান উদ্দিন (৩০)। তারা বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটে। রবিবার দুপুর পর্যন্ত ঘটনায় জড়িত কেউ আটক হয় নি।

খবর পেয়ে শনিবার দুপুরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিকটিমরা অাতংকে রয়েছে।

চাঁদা না পেয়ে হামলার ঘটনাটি ঘটানো হয়। এতে স্থানীয় নাজিম উদ্দীন বাবুল নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

আহত রাহেলা বেগম রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযোগ করেছেন, তার ছেলে বোরহান উদ্দিন এলাকায় একটি মুদির দোকান করে। বিভিন্ন সময় নানা অজুহাতে তার ছেলের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল নাজিম উদ্দীন বাবুল। টাকা না পেয়ে হামলা করেছে। ঘটনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বয়োবৃদ্ধ রাহেলা বেগম।

আহত বোরহানের দাবি, তার ওপর হামলাকালে নাজিম উদ্দীন বাবুলের সাথে মাসু রানা, নিহাল, ডোনাল, ফজলসহ আরো ৪/৫ জন ছিল।