মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

দেশে তীব্র করোনা সংক্রামণের প্রথম দিকে যাঁর আপডেট ব্রিফিং শোনার জন্য দেশের মানুষ অধীর আগ্রহভরে অপেক্ষায় থাকতো, তিনি হলেন-রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনষ্ঠিটিউট (আইইডিসিআর) এর তৎকালীন পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। করোনা সংকটের সেই আইডল অধ্যাপক ডা. মীরজাদী সেব্রীনা ফ্লোরা পদোন্নতি পেয়ে এখন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসাবে কর্মরত। তিনি রোববার ২৭ সেপ্টেম্বর ৩দিনের সফরে কক্সবাজার আসছেন। স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. এস.এম মোস্তাফিজুর রহমান কর্তৃক প্রেরিত এক সফরসূচিতে এ তথ্য জানা গেছে।

সফরকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রীনা ফ্লোরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চতূর্থ সেক্টর কর্মসূচীর আওতায় জাতীয় পুষ্টি সেবা (এনএনএস) অপারেশন প্ল্যানের অধীনে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনসাধারণের মাঝে পরিচালিত পুষ্টি কার্যক্রম ৩ দিন ধরে পরিদর্শন করবেন। পরিদর্শনকালে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রীনা ফ্লোরা’র সাথে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের লাইন ডিরেক্টর ডা. এস.এম মোস্তাফিজুর রহমানও সাথে থাকবেন বলে সফরসূচিতে উল্লেখ রয়েছে।