বার্তা পরিবেশক :
পর্যটন নগরী কক্সবাজারে যাত্রা শুরু করেছে দেশের স্বনামধন্য ব্র্যান্ড প্রতিষ্ঠান নাভানা ফার্নিচার। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে আলীর জাহালস্থ সায়মা ওশান সিটির দ্বিতীয় তলায় শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কক্সবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। ইতোমধ্যে কক্সবাজারে সাড়ে ৩ লক্ষ কোটি টাকা উন্নয়ন কার্যক্রম চলছে। তাই সরকারি-বেসরকারি বিনিয়োগে সমৃদ্ধ হবে কক্সবাজারের অর্থনীতি। অচিরেই বদলে যাবে এই শহরের চেহারা। পর্যটন নগরীর উন্নয়নে নাভানা ফার্নিচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নাভানা ফানির্চার কক্সবাজার শো-রুমের কর্ণধার রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাভানা ফার্নিচারের হেড অব সেল্স আশরাফুর রহমান তালুকদার, হেড অব ডিলার অপারেশন মো. রুহুল আমিন, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট কাজী আবদুস সামাদ, এসিস্টেন্ট ম্যানেজার বিদ্যুৎ কুমার রয়, কাউন্সিলর সালাহ উদ্দিন সেতু ও কাউন্সিলর মিজানুর রহমান।
নাভানা ফার্নিচার কক্সবাজার শো-রুমের পরিচালক শেফায়েতুল মোস্তফা ও আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, বর্ণিল ডিজাইনের মানসম্মত নান্দনিক ফার্নিচার এখানে সাধ্যের মধ্যে পাওয়া যাবে।