রাসেদুল ইসলাম মাহমুদ:

সমাজকল্যাণ মন্ত্রণালয় কতৃক বাস্তবায়িত নিউরো ডেভেলপমেন্টাল সুরক্ষা ট্রাস্টের আওতায় অসচ্ছল প্রতিবন্ধী (এনডিডি) ব্যক্তিদের চিকিৎসা সহায়তায়, ৩০ জন প্রতিবন্ধী হাতে ১০ হাজার টাকা করে চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর), কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্টিত ”অরুণোদয়” স্কুল হল রুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ”অরুণোদয়” স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, কক্সবাজর জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

তিনি অভিভাবককের উদ্দেশ্য বলেন, এ টাকা প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা ও সেবার জন্য প্রদান করা হয়েছে।  পারিবারিক কাজে যেন ব্যয় করা না হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফরিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ”অরুণোদয়” স্কুলের পরিচালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাজাহান আলি, স্কুলের প্রধান শিক্ষক শাহজালাল, প্রতিবন্ধী শিশু, অভিভাবকসহ সংশ্লিষ্টগণ।