সংবাদদাতা
আগামী এক মাসের মধ্যে চকরিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকালে জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রূপালী শপিং সেন্টারের ৩য় তলাস্থ ক্লাবের কার্যালয়ে জরুরি সভায় সভাপতিত্ব করেন আবদুল মজিদ।
সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের সম্মানীত উপদেষ্টা প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরী।
সহসাধারণ সম্পাদক এসএম হান্নান শাহর সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন সহসভাপতি এম রায়হান চৌধুরী, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, ১নং নির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক আবদুল মতিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক অলি উল্লাহ রনি, সিনিয়র সদস্য জামাল হোছাইন, এম আলী হোসেন, শাহ জালাল শাহেদ, দপ্তর সম্পাদক এম নুরুদ্দোজা জনি, এম রিদুয়ানুল হক, আবুল মনছুর মো: মহসিন, আবদুল করিম বিটু প্রমূখ।
সভায় ক্লাবের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। সর্বোপরী ক্লাবের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ায় দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ৩ সদস্য বিশিষ্ট একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়।
ক্লাবের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরীকে প্রধান করা হয়েছে।
এছাড়া উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক এসএম সিরাজুল হক এবং ক্লাবের আজীবন দাতা সদস্য মা-শিশু জেনারেল হাসপাতালের এমডি মোহাম্মদ জকরিয়াকে উক্ত কমিটির সদস্য করা হয়েছে।
আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা ও এক মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়াও ক্লাবে পুরাতন সদস্যদের পূণ:নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভূক্তির বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় প্রয়াত সাবেক সদস্য হারুন রশিদ মিয়াজীর জন্য শোক প্রস্তাব আনা হয় এবং সদ্য কারামুক্ত নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের চিকিৎসা সহায়তাসহ ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানানো হয়।