খোরশেদ আলম


(পর্ব -২)

রোহিঙ্গা নিজ দেশ মায়ানমারে যার নাম শাহনেওয়াজ সেখানে তার নাম কিন্জ, বার্মিজ নাম– মুসলিম নাম দিয়ে পরিচয় পাওয়ার আইন নাই । রোহিঙ্গারা এক মিনিটের জন্যও বাংলাদেশে থাকবে না যদি তাদের পরিচয়ে নিজ দেশে ফিরে যেতে পারে । সেখানে তো তারা নিজ দেশে পরবাস । নির্বিচারে তাদের বারে বারে হত্যা, জীবন বাঁচাতে আমাদের দেশে পালিয়ে আসা । এসব আমরা সবাই জানি ।

আমাদের ক্ষতি :
১ । রোহিঙ্গা, বিরাট এক বোঝা যা আমাদের বহন করা অসম্ভব।
২ । পাহাড়, গাছপালা উজাড় । পরিবেশ ধ্বংস ।
৩ । ইয়াবার সহজ আগমন, যুব সমাজ ধ্বংস।
৪ । চুরি, ডাকাতি , খুন, খারাপী বৃদ্ধি ।
৫ । দেশের অভ্যস্তরে ঢুকে পড়া , বসতি নির্মাণ
ও সর্বোপরী স্থানীয় জনগনকে কুনঠাসা করে দেওয়া ।
৬ । একশ্রেণির দালালের সহযোগিতায় যুবতীদের পতিতাবৃত্তিতে লিপ্ত করা ।
৭ । স্হানীয় মানুষের সম্পদ নস্ট করা ।
আরো অনেক এবং অনেক ….

আমাদের লাভ :
১ । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্দিনে তাদের আশ্রয় দিয়ে বাংলাদেশের সম্মান উঁচু জায়গায় নিয়ে গেছে । বিশ্বের দরবারে আমরা সমাদৃত ।
২ । ফরেন রেমিট্যান্স-এ সর্বাধিক লাভবান হয়েছি।
৩ । বিদেশী N.G.O কারণে ব্যবসায়ীরা ব্যবসা- বানিজ্যের দিক দিয়ে লাভবান হয়েছে অঢেল ।
৪ । দেশের ও স্হানীয় হাজার হাজার শিক্ষিত বেকার যুব সমাজের কর্ম সংস্থান হয়েছে ।
৫ । করোনা’র কারনে এন.জি.ও– সংস্থাসমুহ
উখিয়ায় করোনা হাসপাতাল ও কক্সবাজার হাসপাতালকে ICU, HDU, ইত্যাদিতে ভরপুর করে দিয়েছে । ২২ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার
হাসপাতাল এক্সটেনশন ও আধুনিকায়নের ঘোষণা দিয়েছে । আরো অনেকে ।

করণীয় :
পাহারা ব্যবস্থা মজবুত না । সহজে ক্যাম্প থেকে বেরুতে পারে । ফলে সকল সমস্যা সংঘটিত করা বাম হাতের খেলা । আপনি কক্সবাজার শহরে অনুসন্ধান করলে দেখবেন ওরা ক্যাম্পে গিয়েও থাকে কিছুদিন আবার শহরের ভিতরেও থাকে । কিভাবে সম্ভব ? ঐ যে, বললাম পাহারা ।
পাহারাদার ঘুমিয়ে থাকে নাকি বিনিময় ব্যবসা করে ? এসব দেখার কেউ নাই । আমাদের কিছু পাহাড়, বন না হয় উজাড় হল –
পরে এসব পুষিয়ে নেওয়ার সুযোগ আছে । কিন্তু কোনোমতে তারা যাতে বাহিরে আসতে না পারে সেই ব্যবস্থা করা একান্ত জরুরী । একমাত্র নিশ্চিদ্র ঘেরা ও পাহারা উদ্ভূত সমস্যার সমাধান সম্ভব বলে আমি মনে করি ।