ইমাম খাইর :
স্বাস্থ্যবিধি অমান্য, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করার অপরাধে পর্যটন শহরের হান্ডি, হাড়ি ও প্রাসাদ প্যারেডাইস রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে এ দন্ড প্রদান করা হয়েছে।

অভিযানে খাদ্যে নিষিদ্ধ টেস্টিং সল্টের ব্যাবহার করার অপরাধে হান্ডি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, স্বাস্থ্যবিধি না মানা ও খাদ্যে নিষিদ্ধ টেস্টিং সল্টের ব্যবহার করার অপরাধে প্রাসাদ প্যারেডাইসকে ১০ হাজার টাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর খাবার প্রস্তুত করার অপরাধে হাড়ি রেস্টুরেন্টেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাজার তদারকিকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, রান্নাঘরের মান উন্নয়ন, খাবারে কোন প্রকার নিষিদ্ধ পন্যের ব্যবহার না করা, মূল্য বেশি না রাখা এবং আগত অতিথিদের সাথে শোভন আচরণ করার পরামর্শ দেওয়া হয়।

তিনি আরো জানান, কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অভিযানে নিরাপত্তা প্রদান করেন সদর থানা পুলিশের দল সদস্যরা।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানান মোঃ ইমরান হোসাইন।