ডেস্ক নিউজঃ
প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা তথ্য প্রদানকারীদের থেকে দর্শক মহলকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি।
প্রতিষ্ঠানের নাম ও পরিচয় ব্যবহার করে অপকর্মে লিপ্ত থাকা স্বার্থান্বেষী মহলকে প্রতিহত করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন একাউন্ট ও পেইজ থেকে দেশের প্রথম সারির স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল।
এছাড়াও প্রতিষ্ঠানটির নাম ও পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে অপকর্মে লিপ্ত হয়েছে একটি মহল।
স্বার্থান্বেষী এই মহলটি থেকে সতর্কতা অবলম্বন করে তাদের প্রতিহত করতে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলকে ও চ্যানেলের দর্শক ফোরামকে অনুরোধ জানায় প্রতিষ্ঠানটি।
শুক্রবার চ্যানেলের অফিসিয়াল পেইজে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য তুলে ধরা হয়।
এই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন কর্তৃপক্ষ।
মাই টিভি’র নাম ব্যবহার করে অপকর্মকারীদের সতর্কবার্তা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
