এতদ্বারা সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমার মক্কেল
আলহাজ্ব নুরুল আবছার, পিতা মৃত- ছালামত উল্লাহ, মাতা- আলহাজ্ব মোজাম্মেল খাতুন, সাং- ফকিরখালী পাড়া, হোয়ানক, থানা- মহেশখালী, জেলা-কক্সবাজার এর সহিত নিম্ন তাপশীলোক্ত জমি ক্রয় করার জন্য জমির মালিক আমির হোসেন, পিতা- আবুল খাইর, মাতা- মৃত- হলেমা খাতুন, সাং- বইল্যা পাড়া, বায়তুশ শরফ এলাকা, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার এর সহিত নিম্ন তপশীলের ০.১২০০ (শূণ্য দশমিক এক দুই শূণ্য শূণ্য) একর জমি খরিদ করার জন্য বায়না চুক্তিতে আবদ্ধ হইয়াছেন। তপশীলোক্ত জমিতে কোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের এবং কোন অর্থলগ্নী ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠানের স্বত্ব বা স্বার্থ বা কোন প্রকার আপত্তি থাকিলে অত্র বিজ্ঞপ্তি প্রকাশের ৫ (পাচঁ) দিনের মধ্যে নিম্ন তপশীলোক্ত সম্পত্তির দাবী সপক্ষে প্রয়োজনীয় দলিল পত্রাদিসহ নিম্ন স্বাক্ষরকারীর সহিত শারীরিকভাবে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
উক্ত মেয়াদ গতে তপশীলোক্ত সম্পত্তিতে কারো স্বত্ব, সামিত্ব বা দাবী নাই ও নিষ্কন্ঠক বলিয়া গণ্য হইবে।
তপশীল
মৌজা: খুরুশকুল, ইউনিয়ন-খুরুশকুল, উপজেলা ও জেলা- কক্সবাজার। আর,এস ১৩৭৩ নং খতিয়ানের এম,আর,আর, ১৩২৪ নং খতিয়ানের আর,এস, ৬৮৬৯, ৬৮৯২, ৬৯৭৪, ৬৯৩৪, ৬৯৩৬, ৭২৯৮, ৭৩০২, ৭৩০৩, ৭৩০৪, ৯০৬০, ৯০৫৯, ৯৭১২ দাগাদীর আন্দর। বি,এস ১৭৩৮ নং খতিয়ানের বি,এস, ১০৭৪২, ১০৭৭২, ১০৭৭৯, ১০৭৮০, ১০৭৮৩, ১০৭৮৪, ১০৮৪২, ১০৮৪৪, ১৭৫২৪, ১৭০৫২৫ দাগাদীর আন্দর ও বি,এস ১৭৪০ নং খতিয়ানের বি,এস, ১৫০৭৪, ১৫০৭৭ দাগাদীর আন্দর। সৃজিত বি,এস, ৩৪৭৭ নং খতিয়ানের সৃজিত বি,এস, ১৫০৭৪/২৩৯৭৯ দাগের আন্দর ও সৃজিত বি,এস, ৫৬৭২ নং খতিয়ানের সৃজিত বি,এস, ১৫০৭৪/২৩৯৭৮/৪৭৩১৯ দাগের আন্দর ও সৃজিত বি,এস, ৬৩১১ নং খতিয়ানের সৃজিত বি,এস, ১৭৫২৫/২৩৯৭৯/৪৭৩১৯, ১৫০৭৪/২৩৯৭৯ দাগাদীর আন্দর ০.১২০০ (শূণ্য দশমিক এক দুই শূণ্য শূণ্য) একর জমি মাত্র।

নিবেদক
জসিম উদ্দিন
বি.এ. (অনার্স), এম,এ (দর্শন), এল,এল,বি
এডভোকেট
জেলা জজ আদালত কক্সবাজার।
মোবাইল: ০১৮১৮২৫৫৮৪০, ০১৭১৮২২১৪২৭।