রাসেদুল ইসলাম মাহমুদ :
কক্সবাজারে সৈকত এবং শহরকে ভাঙনের হাত থেকে রক্ষার জন্য বীচ ম্যানেজমেন্ট কমিটির ১০৭ তম সাধারণ সভা অনুষ্টিত হয়েছে৷

বুধবার (৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয় এর শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভাঙনের হাত থেকে সৈকত এবং কক্সবাজার শহরকে রক্ষার জন্য দ্রুততম সময়ে সমন্বিত পদক্ষেপ, কোভিড-১৯ পরিস্থিতিতে এসওপি অনুযায়ী পর্যটকদের স্বাস্থ্যবিধি মানা নিশ্চিতকরণ, হিমছড়ি, পাটুয়ারটেক, ইনানী ও সেন্টমার্টিনের বৈধ-অবৈধ ব্যবসা বাণিজ্য চিহ্নিতকরণ, নাইট বাজার স্থাপন, ক্যামেরাম্যানদের ডাটাবেইজ হালনাগাদকরণসহ পর্যটন সম্পর্কিত সার্বিক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সাথে মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান,
দ্রুততম সময়ে কক্সবাজার পর্যটন শহর এবং সৈকতকে রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবেন৷

সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের এসপি, জেলা আওয়ামীলীগের সভাপতি, পৌরসভার মেয়র, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, জাসদ সভাপতি, পর্যটন ম্যানেজার,বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও অন্যান্য সদস্যগণ৷

এ ছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন সভায় অংশ গ্রহণ করেন।