নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের স্বনামধন্য স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান হোপ ফাউন্ডেশন কর্র্তৃক পরিচালিত রামুর চেইন্দাস্থ হোপ হসপিটাল পরিদর্শন করেছেন কক্সবাজারের সিভিল সার্জন মোঃ মাহবুবুর রহমান। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পরিদর্শনে যান তিনি। এসময় তাকে শুভেচ্ছা জানান হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কেএম জাহিদুজ্জামান।

সিভিল সার্জন মোঃ সিভিল সার্জন হাসপাতালের অপারেশন থিয়েটার, মানসিক স্বাস্থ্য বিভাগ, শিশু ওয়ার্ড, ল্যাবরেটরী, এক্স-রে কক্ষ, আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন। হোপ হাসপাতালের টেলিমেডিসিন পরিদর্শনসহ কর্মকর্তা-কর্মচারীদের কৌশল বিনিময় করেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন বলেন, কক্সবাজারের স্বাস্থ্য খাতে হোপ ফাউন্ডেশন পরিচালিত হাসপাতাল ও সেন্টারগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। করোনাকালেও স্বাভাবিক মতো সেবা অব্যাহত রাখার পাশপাশি করোনা নিয়ে বিশেষ সেবা দিয়ে এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যখাতে অগ্রণী ভূমিকা রেখেছে- যাতে করে করোনাকালে রোগিরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়নি। এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত থাকুক; আমাদের সহযোগিতা থাকবে।

পরিদর্শনকালীন আরো উপস্থিত ছিলেন, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোবেল বড়ুয়া, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (ডিসি) ডাঃ সাকিয়া হক, অতিরিক্ত সহকারী সিভিল সার্জন কাজী মোঃ করিমুল্লাহ, রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্যানিটারী ইন্সপেক্টর মমতাজ আহমদ।