ডেস্ক নিউজ:
বিশ্বে করোনায় মৃত্যু ৯ লাখ ছাড়িয়েছে। মোট করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৭৭ লাখের বেশি।
সুস্থ হয়েছেন ১ কোটি ৯৮ লাখের বেশি। ভারতে নতুন করে ১ হাজার ১০৭ জনসহ মোট মৃত্যু ছাড়িয়েছে ৭৩ হাজার। এ মাসের শুরু থেকে দেশটিতে প্রায় প্রতিদিনই এক হাজারের মতো মানুষ মারা যাচ্ছে।

ভারতে একদিনে করোনা শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৮৫২ জনের, মোট শনাক্ত ৪৩ লাখের বেশি। এদিকে, সংক্রমণ ও মৃত্যু না কমলেও আগামী ২১শে সেপ্টেম্বর থেকে স্কুল আংশিকভাবে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদেরই স্কুলে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে।

ব্রাজিলে নতুন ৫১৬ জনসহ করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২৭ হাজার। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪১ লাখের বেশি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় মারা গেছে ৪৯৮ জন, মোট মৃত্যু ১ লাখ ৯৪ হাজারের বেশি। গেল ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৮ হাজারের বেশি। দেশটিতে মোট করোনা আক্রান্ত ৬৫ লাখ ছাড়িয়েছে।