মো.ফারুক , পেকুয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউপির চেয়ারম্যান মাওলানা বদিউল আলমের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট বিভাগ। মঙ্গলবার দুপুরে বিচারপতি শেখ মুহাম্মদ জাকির হোছাইন ও কে.এম জাহিদ সরওয়ারের দ্বৈত বেঞ্চ ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

চেয়ারম্যান মাওলানা বদিউল আলমের পক্ষে বিজ্ঞ আইনজীবী মোঃ এনামুল হকের নেতৃত্বে আইনজীবী প্যানেল মামলাটি পরিচালনা করেন।

সূত্রে জানা গেছে, গত ২৭ মে বারবাকিয়া ইউপির আন্নর আলী পাড়া এলাকার নুরুল ইসলাম নামে এক ব্যক্তি তাকে মারধরের অভিযোগ এনে ৩০৭.৩৮৬ ধারাসহ আরো বেশ কয়েকটি ধারায় পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বারবাকিয়া ইউপির চেয়ারম্যান মাওলানা বদিউল আলমকে প্রধান আসামী করা হয়। সেই মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে ৬ সপ্তাহের জামিন লাভ করেন।

ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম মুঠোফোনে বলেন, মহান আল্লাহর রহমতে হাইকোর্ট বিভাগ থেকে ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেছে। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। ইনশাল্লাহ আমার আশা ও বিশ্বাস নিম্ন আদালত থেকেও আইনি সহায়তা পাবো। বারবাকিয়ার জনগণ আমার সাথে রয়েছে।