কামাল শিশির,রামু :

রামুর ঈদগড় ১৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের বেইজ ঢালায় এর কাজ শুরু করা হয়েছে।

৮ সেপ্টেম্বর সকালে স্কুলের পুরাতন হল রুমে এ উপলক্ষে মিলাদ পড়ানো হয়। ঈদগড় হাফেজীয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা মিলাদ শেষে মোনাজাত সম্পন্নের মধ্য দিয়ে স্কুলের বেইজ ঢালায় এর কাজ উদ্ভোদন করা হয়।
উপস্থিত ছিলেন, উপজলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবু নছর মুহাম্মদ হাসান, পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক জাফর আলম জুয়েল, রামু এল জি ডি ই ডি উপসহকারী প্রকৌশলি মো: আলা উদ্দিন, প্রধান শিক্ষক রমজান আলি, সাংবাদিক শউকত উসমান, শিক্ষক নুরুল আজিম বাবুল , এস এম শহীদুল ইসলাম, দপ্তরী নুরুল আবছার প্রমুখ।
জানা যায় পি,ডি, বি ফোর এর অর্থায়নে প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যায়ে দৈর্ঘ ৬৪ ফুট প্রস্থ ৩০ ফুট ১০ ইঞ্চি বিশিষ্ট সিঁড়িঘর সহ চার রুমে স্কুল টি নির্মিত হচ্ছে।