উখিয়া থাইংখালী আমার নিজ এলাকায় জমি ক্রয়করে বসবাস করার জন্য একটি বাড়ী নিমার্ণের কাজ শুরু করি,হঠাৎ কিছু কু-চক্রী মহল আমার কাছ থেকে নগদ টাকা দাবী করলে তাদের কে সুযোগ দেওয়া হয়নি।এরই প্রেক্ষিতে ৭ সেপ্টেম্বর একটি অনলাইন নিউজ (টেকনাফ ২৪ নিউজ)এ- আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে প্রবাসীদের ১০ লাক টাকা আত্বসাত করে বাড়ী নির্মাণ শুরু করেছি এবং আমার সাথে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন (আরসা)প্রকাশ আলেকিন এর সাথে নাকি সৌদি আরব থেকেই যোগাযোগ ছিল যাহা সম্পূন্র্ মিথ্যা,বানোয়াট ও আমাকে হেয় করার জন্য পরিকল্পিত মিথ্যাচার। আমি সৌদি আরবে থেকে অতি কষ্টকরে পরিবার-পরিজনের জীবিকা অন্বেষনের জন্য টাকা রোজগার করি।উখিয়া উপজেলার ফালংখালী ইউনিয়নের থাইংখালী নিজ গ্রামে ছুটিতে আসার পর বৈশ্বিক মহামারী করোনা সমস্যার কারণে কর্ম্স্থল সৌদি আরবে ফিরে যেতে না পারায় স্থানীয় হাফেজ শাহ আলমের কাছ থেকে ইতি পূর্বে ১৩ শতক ক্রয়কৃত জমিতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করার জন্য একটি নির্মাণের কাজ শুরু করলেই একটি সিন্ডিকেট আমার কাছ থেকে নগদ টাকার চাহিদার প্রস্তাব পৌছায়, এতে আমি রাজি না হওয়ায় পত্রিকা ও অনলাইন এর সাংবাদিক বন্ধুদের মিথ্যা তখ্য দিয়ে ছবিসহ মানহানিকর সংবাদ পরিবেশন করিয়েছেন।আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও আইনের আশ্রয় নিতে যাচ্ছি এবং প্রশাসনসহ উক্ত সংবাদে দৃষ্টি গোচর হওয়া সকল কে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।আমার কাছ থেকে কেউ কোন ধরনের টাকার পাওয়ার দাবী জানাইলে স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনের দরজা খোলা রয়েছে,প্রশাসন আমার নামে নোটিশ ইস্যু করলে আমি হাজির হব।আমার ছবিসহ অনলাইনে মিখ্যা সংবাদ ছাপানোর কারণে আমার সামাজিক ও পারিপারিক প্রতিপত্তি ক্ষুন্ন হয়েছে।আমি এ বিষয়ে প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করছি।

প্রতিবাদকারী-

মোস্তাক আহমদ

থাইংখালী,উখিয়া-কক্সবাজার।