বলরাম দাশ অনুপম :
চট্টগ্রাম রেন্জের নবাগত ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার) বলেছেন- পুলিশ সদস্যদের পেশাদারিত্ব নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন-পুলিশ হচ্ছে জনগনের বন্ধু, সেই মনোভাব নিয়ে সততার মাধ্যমে পুলিশ সদস্যদের সুনামের সাথে কাজ করতে হবে।
তিনি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) এর সভাপতিত্বে জেলা পুলিশ লাইনস ড্রীল শেডে এই বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের কমান্ডেন্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাড়ি, ক্যাম্প ও পুলিশ লাইনস এর বিভিন্ন পদমর্যাদা এর কর্মকর্তা ও কর্মচারীগন।
সভায় প্রধান রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার),পিপিএম (বার) বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি পুলিশ লাইনস পরিদর্শন করেন।