সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার পৌরসভায় সম্প্রসারিত স্বাস্থ্য সেবা কেন্দ্র শুভ উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে ফিতা কেটে এটি উদ্বোধন করেন মিউনিসিপাল গভর্নেন্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি’র) প্রকল্প পরিচালক শেখ মুজাক্কা জাহের। কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে ও স্বাস্থ্য শাখার সমন্বয়ক শামীম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার সাবেক মেডিকেল অফিসার ডাঃ রিপন চৌধুরী।
এসময় চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুল খালেক, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির বক্তব্য রাখেন। এসময় কাউন্সিলর রাজবিহারী দাশ, আক্তার কামাল আজাদ, সাহাব উদ্দিন সিকদার, দিদারুল ইসলাম রুবেল, পৌরসভার সচিব রাসেল চৌধুরী, কক্সবাজার সদর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সাকিব রেজা, সহ-সভাপতি ডাঃ হাসনাত উল্লাহ পিয়াস, সাধারণ সম্পাদক ডাঃ সুদীপ্ত ঘোষ, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী টিটন দাশ, কক্সবাজারের এমজিএসপি প্রজেক্টের মিউনিসিপাল ইঞ্জিনিয়ার শেখ ইয়াছিন হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনাকালিন সময়ে আজঅবদি শিশু-জন্মের পর থেকে ১৮ মাস পর্যন্ত ৬ হাজার ৫শ’ শিশুকে ইপিআই টিকা প্রদান করেছে পৌরসভা স্বাস্থ্য সেবা কেন্দ্র। এছাড়া মহিলাদের টিটেনাস ডিপথেরিয়া ১৫-৪৯ বছর পর্যন্ত কিশোরী ও গর্ভবতি মহিলাদের জন্য টিটেনাস ডিপথেরিয়া টিকাও প্রদান করা হয়।
কক্সবাজার পৌরসভার সম্প্রসারিত স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
