মোহাম্মদ রিদুয়ান হাফিজ :

আগামী অক্টোবর মাসের শেষের দিকে ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢেমুশিয়া প্রিমিয়ার লীগ(ক্রিকেট) DPL-2020 এর পর্দা উড়বে।৭ সেপ্টেম্বর সকাল ১০ টার সময় ঢেমুশিয়া জিন্নত আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ঢেমুশিয়া প্রিমিয়ার লীগের খেলোয়াড়দের ৬টি দলের অন্তর্ভুক্তি করার জন্য একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় ঢেমুশিয়া প্রিমিয়ার লীগ (ক্রিকেট) পরিচালনা কমিটির কর্মকর্তাদের সমন্বয়ে ঢেমুশিয়া ইউনিয়নের সকল খেলোয়াড়দেরকে ৬টি দলে বিভক্ত করা হয়।এছাড়া ৬টি দলের জন্য ৬জন খেলোয়াড়কে অধিনায়ক করা হয়।তারা হলে সৈয়দ মোহাম্মদ ইসমাইল,মোহাম্মদ রিফাতুল ইসলাম,মোহাম্মদ এরফান উদ্দিন,মোহাম্মদ রুবেল হোসেন, মোহাম্মদ খাইরুল আবরার ও মোহাম্মদ আরেফিন মিজান।

ঢেমুশিয়া প্রিমিয়ার লীগের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রিদুয়ান হাফিজ বলেন,আমরা আগামী অক্টোবর মাসের শেষের দিকে ঢেমুশিয়া প্রিমিয়ার লীগ (ক্রিকেট) চালু করার জন্য উদ্যোগ নিয়েছি।যদি কোন সমস্যা না হয় তাহলে আমরা যথা সময়ে টুর্নামেন্টের কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ।

ঢেমুশিয়া প্রিমিয়ার লীগের (ক্রিকেট) পরিচালক ও স্পনসর মোহাম্মদ মহসিন মিয়া বলেন,আমরা খুব মনোরম পরিবেশে আমরা টুর্নামেন্টটি পরিচালনা করব। ঢেমুশিয়া ইউনিয়নের সকল ক্রিকেট খেলোয়াড়গণ খুব উৎসাহের মধ্যে দিয়ে আগ্রহ প্রকাশ করেন।
তিনি আরো বলেন,এ টুর্নামেন্টটি আয়োজন করার প্রধান লক্ষ্য হচ্ছে এলাকার ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে অসমাজিক কার্যকালাপ থেকে বিরত রাখার জন্য।