রিদুয়ানুর রহমান:
সুগন্ধায় হোটেল সী-ব্রীজ রিসোর্টে অভিযান চালিয়ে ৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব-১৫। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩৭,৭৫,০০০ (সাইত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার) টাকা প্রায়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টা ৩০ এর সময় গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়।
ইয়াবা উদ্ধার ও ৩ মাদক ব্যবাসায়ী আটকের বিষয় নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
আটককৃতরা হলেন, কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রকিবের পুত্র মোঃ শহীদ (১৮), সিরাজুল মোস্তফার পুত্র মোঃ ফয়েজুল ইসলাম (১৮) নুর মোহাম্মদের পুত্র মোঃ আনাস (২০)।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেছে জানান র্যাবের এই কর্মকর্তা।