প্রেস বিজ্ঞপ্তি : জাতিসংঘের UNV Bangladesh স্বীকৃত জেলার অন্যতম বহুমুখী স্বেচ্ছাসেবী সংগঠন সূর্যের হাসি যুব সংঘের সহযোগী প্রতিষ্ঠান Exceptional Youth Learning Center কর্তৃক কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্ত্বরে সোমবার আয়োজিত হয় প্রথম Fun Day ।
EYLC এর স্পোকেন ইংলিশ কোর্সের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যের হাসি যুব সংঘের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক উপদেষ্টা, কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলম, সূর্যের হাসি যুব সংঘের সভাপতি, খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (ইংরেজি) ও উদীয়মান কবি নুরুল হক বুলবুল, প্রতিনিধি রফিকুল ইসলাম আজাদ, তাসনিম মাহবুব, সদর কক্সবাজার শাখার প্রতিনিধি মিসবাহ উদ্দিন ও EYLC এর পরিচালক মোর্শেদ আলম সহ অন্যান্যরা।
সকাল ৯:০০ টা থেকে শুরু হওয়া এই আয়োজনে Word Play, Sentence Play, Memorizing Power, Instant Speech ও English Debate সহ বেশ কয়েকটি মজার মজার ইভেন্ট ছিলো। দুপুরের লাঞ্চ শেষে সর্বশেষ ইভেন্ট English Debate শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মূলক বক্তব্য রাখেন এবং পড়াশোনা ও শিক্ষা বিষয়ে যেকোনো ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং কক্সবাজার জেলার শিক্ষাকে এগিয়ে নিতে তাঁর প্রচেষ্টা অব্যহত থাকবে বলে জানান।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে নুরুল হক বুলবুল শিক্ষা বিস্তারে সূর্যের হাসি যুব সংঘ সবসময় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে বলে আশ্বাস দেন এবং সুন্দর এই আয়োজনের জন্য EYLC এর পরিচালক মোর্শেদ আলম সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় আয়োজন।