হেলাল উদ্দিন, টেকনাফ :
উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ অধ্যাপক মোহাম্মদ আলী গুরুতর অসুস্থ হয়ে কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করেছেন।
৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টারদিকে উপজেলার হ্নীলা ফুলের ডেইলের মরহুম হাজী আমির হোছনের পুত্র, উখিয়া টেকনাফের সাবেক সাংসদ,বর্তমান টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ অধ্যাপক মোহাম্মদ আলী (৭৮) নিজ বাড়িতে ব্যথা ও ডায়াবেটিসজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ‌দ্রুত কক্সবাজার নেওয়া হয়। তিনি বর্তমানে কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালের ৫০৪নং কেবিনে বিশেষ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
তাঁর আশু রোগমুক্তি কামনার জন্য পরিবারের পক্ষ থেকে জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নিকট দোয়া কামনা করেছেন।