ইমাম আবশ্যক

প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২০ ০৪:৫১

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


কক্সবাজার কলাতলী মেরিন ড্রাইভ রোডের ছুফিবাগ জামে মসজিদ (সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন) এর জন্য একজন ইমাম আবশ্যক।
প্রার্থীকে কামিল/দাওরায়ে হাদিস/সমমান পাশ এবং বিবাহিত হতে হবে।
ইমামতির অভিজ্ঞতা- কমপক্ষে ৫ বছর। বয়স ৪০ থেকে ৬০ বৎরের মধ্যে হতে হবে।
প্রার্থীকে আগামী ১৪ সেপ্টম্বর, সোমবার বাদ আছর প্রয়োজনীয় কাগজপত্রসহ মসজিদে যোগাযোগ করতে হবে।
সম্মানি আলোচনা সাপেক্ষে।

-নিবেদক
আলহাজ্ব আবদুল মালেক
সভাপতি
কলাতলী ছুফিবাগ জামে মসজিদ
০১৮৩০-১৬৯৬৬৯