কক্সবাজার জেলার প্রতিটি উপজেলার প্রত্যেকটি স্কুল কলেজের এসএসসি ১৩ ও এইচএসসি ১৫ ব্যাচের শিক্ষার্থীদের সম্বন্বয়ে আয়োজিত হতে যাচ্ছে জমকালো মিলনমেলা। উক্ত বর্ষপূর্তি ও মিলনমেলার রেজিষ্ট্রেশন কার্যক্রম গত ৩ সেপ্টেম্বর তারিখ হতে চলমান রয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর রেজিষ্ট্রেশনের শেষ দিন।
উক্ত মিলনমেলার আয়োজকবৃন্ধসহ সকলের সম্মতিক্রমে আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার সারাদিনব্যাপী শহরের কলাতলী রয়েল বীচ রিসোর্টে (আলম গেস্ট হাউসের পরে, ব্লক:- বি প্লট:-২/এ) পালিত হবে।
এতে উক্ত এসএসসি ২০১৩ ও এইচএসসি- ২০১৫ ব্যাচের সকলের অংশগ্রহণের মাধ্যমে উক্ত মিলনমেলা ও প্রথমবারের মতো বর্ষপূর্তি পালন করা হচ্ছে বলে জানান আয়োজকরা। তাই শীঘ্রই নির্ধারিত ফ্রি পরিশোধ করে রেজিষ্ট্রেশনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকল ব্যাচমেটদের অনুরোধ জানিয়েছেন আয়োজকবৃন্ধ। নিম্নে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
মিলনমেলায় যা যা থাকছেঃ
১৩/১৫ লোগো সম্বলিত জনপ্রতি অফিসিয়াল টি-শার্ট, দুপুরের খাবার, বীচের মনোরম পরিবেশে সময় কাটানো, বিকালে স্ন্যাকস, সাংস্কৃতিক পর্ব, প্রথম বর্ষপুর্তি উপলক্ষে কেক কর্তন, গ্রুপ ফটো তোলা, র্যাফেল ড্র সহ ইত্যাদি।
যারা রেজিস্ট্রেশন করতে আগ্রহী তারা নিজ কাছের দায়িত্বপ্রাপ্ত বন্ধু অথবা বিকাশে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে পারবে। তবে অবশ্যই ১২ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করে আমন্ত্রণপত্র সংগ্রহ করতে হবে।
বিস্তারিত যোগাযোগঃ
১) মুরাদ মাহমুদ চৌধুরী-০১৮৩৪৫০৪৫৫০। বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে নিম্নুক্ত নাম্বারে যোগাযোগ করতে হবেঃ
১) আবু বক্কর সিদ্দিক (কক্সবাজার সদর)-01838978096 (personal)
২) আরিফুল ইসলাম (রামু)-01408809536 (personal)
৩) শাহেদ রানা (কক্সবাজার সদর)-01633792711 (personal)
৪) তারেকুর রহমান (উখিয়া ও টেকনাফ)-01850992232 (personal)
৫) কামরান আলী মোঃ সোহান (উখিয়া ও টেকনাফ)-01636847571 (Personal)
বিকাশে লেনদেনের পর ফোন করে নিশ্চিত করবেন।
বিঃদ্রঃ বাধ্যতামূলক মাস্ক পরে আসতে হবে।