সিবিএন:
কক্সবাজার জেলা প্রশাসনের  কর্মকর্তা-কর্মচারীদের কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনয়নের লক্ষ্যে মাসিক স্টাফ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবর (৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় এর শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনেনর সভাপতিত্বে সভায় কর্মকর্তা-কর্মচারীদের কাজে স্বচ্ছতার বিষয়ে বেশ গুরুত্ব প্রদান করা হয়েছে।

সভায় ই-ফাইলিং এর গতি বাড়ানো, কাজকর্ম স্বাভাবিকভাবে সম্পাদন করা, কোন মানুষ যেন হয়রানির শিকার না হয়, দুর্নীতি ও ক্ষতিগ্রস্তদের সহায়তা, করোনা সতর্কতা মেনে অফিস করার বিষয়ে আলোচনা হয়েছে।

কর্মকর্তা-কর্মচারীদের এই সভায় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডি, এলজি) শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আমীন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাং শাজাহান আলী।

এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন সভায় অংশ গ্রহণ করেন।