বলরাম দাশ অনুপম :
রামু উপজেলার চাকমারকুল এলাকায় অবৈধ ইটাভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ছাড়পত্র বিহীন অবৈধ বিবিএম ইটভাটা কর্তৃপক্ষকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।

৬ সেপ্টেম্বর সকালে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্র ধর-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের পরিদর্শক মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

তিনি জানান-চাকমারকুলের ছাড়পত্র বিহীন অবৈধ এই ইটভাটায় বনের কাঠ পুড়িয়ে পরিবেশ ধ্বংস করে ইট তৈরি করেছিলেন বিবিএম ব্রিকস। এ অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে তাদের দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।