ডেস্ক নিউজ:
কাতারে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী বাংলাদেশিরা তাদের কাতার আইডি নবায়ন করতে পারবেন। গত আগস্টে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কন্সুলার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের বরাত দিয়ে দোহা বাংলাদেশ দূতাবাস জানায়, করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশের প্রবাসীদের কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার ভিত্তিতে দূতাবাসগুলোর পক্ষ থেকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে করা আবেদনের প্রেক্ষিতে দেশটির সরকার মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী প্রবাসীদেরকে কাতার আইডি নবায়ন ও ভিজিট ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ দিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যাদের পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ ১ বছর আগে শেষ হয়ে গেছে তারা কোনো বাঁধা ছাড়াই তাদের কাতার আইডি নবায়ন করতে পারবেন। তবে আইডি নবায়নের পর যথাসম্ভব দ্রুত পাসপোর্ট নবায়ন করার পরামর্শ দেয়া হয়েছে।