আবদুল মজিদ, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত করা হয়েছে ২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও ২০ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন ইউনিটেরর।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ এর উদ্যোগে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের অর্থায়নে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে ৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদুল হকের হাতে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। এতে রয়েছে; দু’টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা ও ০৫ টি অক্সিজেন সিলিন্ডার। এছাড়া ২০ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন ইউনিট স্থাপন সম্পন্ন করা হয়।

এই হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও সেন্ট্রাল অক্সিজেন ইউনিট অতি সংকটাপন্ন রোগীর চিকিৎসায় কার্যকর ভুমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।