মোহাম্মদ হোসেন,হাটহাজারী :
চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের হাটহাজারী পৌর সদরের শেরে বাংলা (রঃ) মাজার সংলগ্ন এলাকায় রাস্তা পার হতে ট্রাকচাপায় রাহুল আজিজ শাফিয়ান (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানান, সন্ধ্যা দিকে শিশুটি সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে চাকায় পিষ্ট হয়ে মারা যায়। সে শেরে বাংলা (রঃ) নাতি নাজিমুল হক এর এক মাত্র সন্তান।