সিবিএন:
কক্সবাজার কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত বিশেষ শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান অরুণোদয় (প্রতিবন্ধী স্কুল), কক্সবাজার ডিসি কলেজ এবং জেলা প্রশাসনের পরিকল্পনা, ব্যবস্থাপনা ও সার্বিক তত্বাবধানে নির্মিতব্য কক্সবাজার শিশু পার্ক পরিদর্শন করেছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইসমাইল হোসেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাঃ শাজাহান আলিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় অতিরিক্ত ভূমি সচিব কক্সবাজার জেলা প্রশাসনের ইতিবাচক প্রকল্প এবং তৎপরতাসমূহ দেখে সন্তোষ প্রকাশ করেন।