মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার উপকরণ বিতরণ করলেন শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)। অনুষ্ঠানে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ সংস্থাার আওতায় শিক্ষার উপকরণ বিতরণ করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে মানবাধিকার কর্মী রহিম উদ্দিনের সঞ্চালনায় বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালক এম.গিয়াস উদ্দিন গাজীর সভাপতিত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামিলীগের সহসভাপতি মোহাম্মদ আলম, বগাচতর সরকারি প্রাথমিক বিদয়ালয় পরিচালনা কমিটির সদস্য সামসুদ্দীন সোনা মিয়া, সহকারী শিক্ষক শামসুদ্দিন, সাবেক ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি সিরাজুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক হোসেন, মিয়া হোসেন, নবী হোসেন, বলাল উদ্দিন প্রমূখ।
বক্তব্যে ইএসডিও পরিচালক সেনাবাহিনী সার্জেন্ট (অবঃ) এম.গিয়াস উদ্দিন গাজী বলেন, ডুলাহাজারা ৭নং ওয়ার্ডে একটা মেধাবী শিক্ষার্থীরও টাকার অভাবে শিক্ষা কার্যক্রম বন্ধ হবে না। শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থাা (ইএসডিও) ঝরেপড়া এসব শিক্ষার্থীদের খরচভার বহন করবে। এই এলাকায় আর্থিক কারণে কারো স্কুল কলেজে যাওয়া আসা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জানান। এএসডিও অবশ্যই তা সমাধানের চেষ্টা করে যাবে।