জিয়াউল হক জিয়া :

কক্সবাজারের চকরিয়ায়  রির্জাভ ভূমির বসতভিটায় থাকা মাদার ট্রি গর্জন গাছ কাটতে গিয়ে আতিকুর রহমান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতরে আহত হন নুরুল ইসলাম বাবুল (১৮) নামের আরেক যুবক।

জানা যায়,নিহত আতিকুর রহমান (২০) চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউপির ২নং ওয়ার্ডের পূর্ব ডুমখালী রির্জাভ পাড়া গ্রামের ছাবের আহমদের পুত্র। আর আহত নুরুল ইসলাম বাবুল (১৮) একই গ্রামের আব্দুর রশিদের পুত্র।

নিহতের পিতা ছাবের আহমদ জানান, আমার ছেলে রাজমিস্ত্রীর কাজ করত। কার পাল্লায় পড়ে গাছ কাটতে গেছে জানিনা।

রির্জাভ ভূমির মাদার ট্রি গর্জন গাছ চুরি করে কাটার বিষয়ে ডুলাহাজারার বনবিট কর্মকর্তা মোঃ ইলিয়াছ হোসেন বলেন, জাফরের বসতভিটার ভিতরে থাকা গাছ কাটতে গিয়ে আতিক নামের এক যুবকের মৃত্যু হয়েছে আর বাবুল নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছে শুনে দ্রুত রাতে ঘটনাস্থলে যাই। আমাদের যাওয়ার খবর পেয়ে ১২/১৪জনের কলিম উল্লাহ ও আবু হানিফ গ্রুপের গাছচোরে দল পালিয়ে গেছে। তাই এবিষয়ে চোরদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে।

সরেজমিনে আসা এসআই স্বরুপ বলেন, আমি ওসি স্যারের নির্দেশে মালুমঘাট হাসপাতালে যাই। এসময় আতিককে মৃত আর বাবুল নামের এক যুবককে আহত অবস্থায় দেখেছি। পরে ঘটনাস্থলও পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল রিপোট তৈরী করি । লাশটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান  ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।