চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় অবস্থিত ইনফিনিয়া ফ্যাক্টরি নামে একটি নীট বায়িং এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কারখানাটি এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বলে জানাগেছে।
শনিবার (৫ সেপ্টম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
ইনফিনিয়া ফ্যাক্টরির এডমিন সাইফুল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি তিনি।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। দুপুর ১টার দিকে এ রিপোর্ট লেখার সময় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানান এডমিন সাইফুল।