জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম রাহাত্তারপুল এলাকার ফ্লাইওভারের নিচ থেকে একটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে বাকলিয়া থানা পুলিশ এটি উদ্ধার করেন। পরে ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধারকৃত হাতটি পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন।

তিনি বলেন, রাহাত্তারপুল এলাকায় দায়িত্ব পালনকালে মানুষের একটি কাটা হাত উদ্ধার করে আমাদের কয়েকজন সদস্য। পরে হাতটি থানায় নিয়ে আসলে ডিএনএ পরীক্ষার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

ওসি নিজাম উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কার হাত, কোথা থেকে আসলো বা কারা ফেলবো তার সবকিছুই গুরুত্বসহকারে দেখা হচ্ছে উল্লেখ করেন।