রামু প্রতিনিধি :
রামুর সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশারী যুব পরিষদের উদ্যোগে শিক্ষা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্ব স্ব শ্রেণীর সিলিবাসের আলোকে বিশেষায়িত সাজেশন্সের ভিত্তিতে প্রণীত প্রশ্নপত্র দিয়ে প্রথম ধাপে এলাকার অষ্টম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ২৯ আগষ্ট ( শনিবার) দুপুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। করোনাজনিত কারণে প্রাতিষ্ঠানিক লেখা-পড়া বন্ধ থাকায় সৃষ্ট উদাসী ভাব কাটিয়ে শিক্ষার্থীদেরকে পড়া-লেখায় আরও অনুপ্রাণিত করার উদ্দেশ্যে আলোর দিশারী যুব পরিষদ এ যুগান্তকারী আয়োজন করে।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের ২ সেপ্টেম্বর ( বুধবার) বাদ এশা আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। সেই সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অপরাপর শিক্ষার্থীদেরও শুভেচ্ছা পুরস্কার দেয়া হয়।
দারুল কুরআন নূরানী একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি, তরুণ লেখক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। সংগঠনের অর্থ সম্পাদক, শিক্ষা প্রতিযোগিতা বাস্তবায়ন উপ-কমিটির সমন্বয়ক হোসাইন মোহাম্মদ জনির সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি, শিক্ষা প্রকল্প উপ-কমিটির আহবায়ক রিয়াজ উদ্দিন রানা, সাংগঠনিক সম্পাদক সেলিম উল্লাহ, নির্বাহি সদস্য জাহেদুল হক, প্রতিযোগিতা উপ-কমিটির সদস্য রহিম উল্লাহ প্রমুখ।