মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে করোনা কালে কর্মহীন আরো ৭০০ পরিবার পেল ইউএনডিপির ত্রাণ সামগ্রী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) এর অর্থায়নে চতুর্থ বারের মত উপজেলার হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি।

এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের সদস্য কনোওয়ান চাক,সহকারি কমিশানার (ভূমি) আশরাফুর ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল আবছার ইমন, ইউএনডিপি বান্দরবান জেলার দায়িত্বরত ব্যবস্থাপক খুশি রায় ত্রিপুরা, লামা,আলীকদম ও নাইক্ষ্যংছড়ি দায়িত্বরত কর্মকর্তা মোঃ মোস্তাফা কামাল নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, আব্দুল রশিদ, মাহামুদুল হক (বাহাদুর) মোঃ ইউনুছু এম এ আবুল শাহমাসহ ইউএনডিপির প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ প্রমুখ।

ইউএনডিপির অর্থায়নে উপজেলার ৫ ইউনিয়নে ৯ হাজার ২৬২ জন দরিদ্র ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, ৩১ আগষ্টসোনাইছড়ি ইউনিয়নে ১ হাজার ৪শ ৫জন দরিদ্র ও আসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটের মধ্যে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেয়াঁজ, ২টি সাবান, ২লিটার সয়াবিন তৈল, ৭ প্রকারের ফলজ বীজসহ মাস্ক ও হেক্সিসল।

এছাড়াও কাল ২ সেপ্টেম্বরদোছড়ি, ৩ সেপ্টেম্বর বাইশারী ও ৪ সেপ্টেম্বর ঘুমধুম ইউনিয়নে যথাক্রমে আরো ৭ হাজার ২শত ৭৫ পরিবার ইউএনডিপির এ ধারাবাহিক অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা পাবার কথা রয়েছে।