রাসেদুল ইসলাম মাহমুদ :
কক্সবাজার জেলার ৩৮ তম বিসিএস এ সুপারিশপ্রাপ্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন জেলা প্রশাসন।
মঙ্গলবার ১ (সেপ্টেম্বর) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় এর শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সুপারিশপ্রাপ্তদের স্বাগত জানিয়ে বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারলে সফলতা আসবে।
তিনি সততাও নিষ্টার সাথে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিন আল পারভেজ, ৩৮ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কর্মকতাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।