শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়া :

কুতুবদিয়া উপজেলা বড়ঘোপ ইউনিয়নে মুরলিয়া, দক্ষিণ অমজাখালীসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ মিটার বেড়িবাঁধ অমাবস্যার জোয়ারে পানি বৃদ্ধি পেয়ে বাঁধ ভেঙ্গে সমুদ্রের নোনা জল লোকালয়ে প্রবেশ করে শতাধিক কাঁচা ঘর-বাড়ী, শত শত একর ফসলী জমি, মৎস্য ঘের তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ,ন.ম শহীদ উদ্দীন ছোটনসহ অন্যান্য নেতৃত্ববৃন্দদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসব ক্ষতিগ্রস্থ এলাকার কাঁচা ঘর বাড়ী, ফসলী জমি, মৎস্য ঘের রক্ষার্থে আসন্ন পূণির্মার জোয়ার ঠেকাতে বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ,ন.ম শহীদ উদ্দীন ছোটনের পরিষদের রাজস্ব খাত ও নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত প্রায় ৫০০ মিটার বেড়িবাঁধ গত ২৮ আগস্ট হতে মেরামতের জন্য এস্কেলেবেলেটর গাড়ি দিয়ে জোয়ার ঠেকানোর কাজ চলমান রেখেছেন।

এবিষয়ে মৎস্যজীবি ফাউন্ডেশন সভাপতি আবুল কালেম আজাদ বলেন, গেল বেশ কয়েকটি পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে বৈরী আবহাওয়ার কারণে সাগরের পানি বৃদ্ধি পেয়ে প্রবল স্রোতের ঢেউয়ে বড়ঘোপ ইউনিয়নে প্রায় ৫০০ বাঁধ বিলিন হয়ে জোয়ার লোকালয়ে প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আসন্ন পূণির্মার জোয়ারের পানি ঠেকাতে চেয়ারম্যান পরিষদের রাজস্ব খাত ও নিজস্ব অর্থায়নে মুরলিয়া, দক্ষিণ অমজাখালীসহ বিভিন্ন এলাকায় প্রায় ৫০০ মিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ করে যাচ্ছেন।

এব্যাপারে বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ,ন.ম শহীদ উদ্দীন ছোটন বলেন, গত পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে বৈরী আবহাওয়ায় সাগরের পানি বৃদ্ধি পেয়ে বড়ঘোপ ইউনিয়নে মুরলিয়া,দক্ষিণ অমজাখালীসহ বিভিন্ন এলাকা দিয়ে বেড়ীবাঁধ ভেঙ্গে সাগরের নোনা জল লোকালয়ে প্রবেশ করে মুরলিয়া, দক্ষিণ অমজাখালীসহ কয়েকটি গ্রামের শতাধিক কাঁচা ঘর-বাড়ী, প্রায় কয়েকশত একর আউস ফসলী জমি, মৎস্য ঘের পুকুর তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আসন্ন পূণির্মার জোয়ার ঠেকাতে পরিষদের রাজস্ব ও ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৫০০মিটার বেড়ীবাঁধ নির্মাণ করা হচ্ছে। অন্যান্য ভাঙ্গা বাঁধ অতিশীঘ্রই মেরামত করা হবে বলে নিশ্চিত করেন।