কক্সবাজার :

১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার মাসব্যাপী গৃহিত কর্মসূচীর অংশ হিসাবে গতকাল বিকাল ৩ ঘটিকায় জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান এর সঞ্চালনায় বৃক্ষ রোপন ও দোয়া মাহফিল সুগন্ধা পয়েন্টস্থ শহীদ শেখ কামাল সবুজ চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রধান অতিথির বক্তব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজ সারা দেশে বৃক্ষ রোপন কর্মসূচী অব্যাহত রয়েছে। সবুজ বাংলাদেশ আর পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপনের বিকল্প নেই। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সৈকত পাড়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঝাউগাছ রোপনের অন্যন্য স্মৃতি জড়িত। তিনি দলের প্রত্যেক নেতাকর্মীকে বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত রাখার আহবান জানান। ঝাউগাছ, নারিকেল গাছসহ বনজ, ফলজ ঔষধী গাছের হাজারো চারা রোপন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপন শেষে ১৫ আগষ্ট কালরাতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ২১ আগষ্টের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-সালাহ উদ্দিন আহমদ সিআইপি, আশেক উল্লাহ রফিক এমপি, কানিজ ফাতেমা মোস্তাক এমপি, লেঃ কর্ণেল অবঃ ফোরকান আহমদ, এথিন রাখাইন, রেজাউল করিম, মাহবুবুল হক মুকুল, রনজিত দাশ, ইঞ্জিনিয়ার বদিউল আলম, আবদুল খালেক, নাজনীন সরওয়ার কাবেরী, এড. তাপস রক্ষিত, খোরশেদ কুতুবী, ইউনুছ বাঙ্গালী, কাজী মোস্তাক আহমদ শামীম, হেলাল উদ্দিন কবির, এম.এ মঞ্জুর, আবু হেনা মোস্তফা কামাল, আবু তাহের আজাদ, ড. নুরুল আবছার, মিজানুর রহমান, জি.এম. কাসেম, বদরুল হাসান মিল্কী, নজিবুল ইসলাম, বাবু উজ্জ্বল কর, হামিদা তাহের, আতিক উদ্দিন চৌধুরী, রহিম উদ্দিন চৌধুরী, শহিদুল হক সোহেল, আয়েশা সিরাজ, তাহমিনা চৌধুরী লুনা, মোর্শেদ হোসেন তানিম, নুরুল আলম সরকার, পরিমল দাশ, রফিক মাহমুদ, সেলিম উল্লাহ, শাহেদ আলী, শাহনেওয়াজ, এবি সিদ্দিক খোকন, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, ওয়াহিদ মুরাদ সুমন, গিয়াস উদ্দিন, শুভ দত্ত, ইউসুফ বাবুল, নুরুল আলম, ইয়াহিয়া খান, আজিমুল হক, ফেরদৌস, ওয়াহিদ মুরাদ, ফয়সাল, বজল করিম, সোহেল রানা, তাজ উদ্দিন, জাফর আলম, সেলিম ওয়াজেদ, খোরশেদ আলম, আবদুল মজিদ।

– প্রেস বিজ্ঞপ্তি