শাহেদ মিজান, সিবিএন:
এক সপ্তাহের মধ্যে কক্সবাজারের সব সড়ক সংস্কার করে চলাচল উপযোগী করার প্রতিশ্রুতি দিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার পৌরসভা ও সড়ক বিভাগ। আজ রোববার এই সংক্রান্ত এক বৈঠকে স্থানীয় সরকার বিভাগ সচিব হেলালুদ্দীন আহমদকে তারা এই প্রতিশ্রুতি দেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ রোববার (৩০ আগস্ট) সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে কক্সবাজারের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার ও দ্রুত চলাচল উপযোগী করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: কামাল হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান এবং সড়ক ও জনপথ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী ।
সভায় কক্সবাজারের সড়কের বেহাল দশা নিয়ে বিস্তারিত আলাপ করা হয়। এতে জনদুর্ভোগ নিরসনে কক্সবাজারের ভাঙা রাস্তাঘাট এক সপ্তাহের মাঝে চলাচল উপযোগী করার ব্যাপারে সব কর্তৃপক্ষ স্থানীয় সরকার বিভাগ সচিব হেলালুদ্দীন আহমদকে প্রতিশ্রুতি দেন।