রাসেদুল ইসলাম মাহমুদ :
কক্সবাজার জেলায় করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ (আগস্ট) শনিবার,কক্সবাজার হিলটপ সার্কিট হাউজ মিলনায়তনে সিনিয়র সচিব,স্থানীয় সরকার বিভাগ- স্থনীয় সরকার পল্লী উন্নয়ন,সমবায় মন্ত্রণালয় বিভাগ ও সমন্বয়ক, কক্সবাজার জেলায় কোভিড-১৯ প্রতিরোধ কার্যক্রম হেলালুদ্দীন আহমদ এর সভাপতিত্বে জেলার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন,সংসদ সদস্যবৃন্দ,জেলা পরিষদের চেয়ারম্যান,শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ,পুলিশ সুপার, সেনাবাহিনীর প্রতিনিধি, নৌবাহিনীর প্রতিনিধি,অধ্যক্ষ,কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন এর প্রতিনিধি, দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক,সদর হাসপাতাল,জেলা আওয়ামী লীগ এর সভাপতি, উপজলা নির্বাহী অফিসারগণ,পৌরসভার মেয়রবৃন্দ,উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, নির্বাহী প্রকৌশলী,ডিপিএইচই ও এলজিইডি, জেলা খাদ্য নিয়ন্ত্রক, এবং সভাপতি, প্রেসক্লাব।

সভায় প্রতিটি উপজেলায় করোনা পরিস্থিতি, সুস্থতার হার, চিকিৎসা সেবা সক্ষমতা, প্রয়োজন, কন্টাক্ট ট্রেসিং কার্যক্রম, প্লাজমা সেন্টার স্থাপন, আসন্ন দিনে কক্সবাজারে করোনা পরিস্থিতির সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ ও মোকাবিলার উপায়সমূহসহ কক্সবাজারের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।