ইমরান আল মাহমুদ,উখিয়া :
উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী রুমখাঁ হাট বাজার ঐতিহ্য হারিয়ে বিলুপ্তপ্রায়। একসময় কক্সবাজারের দক্ষিণাঞ্চলের লোকজনের কাছে জমজমাট হাটবাজার হিসেবে বিশাল খ্যাতি পেয়েছিলো”রুমখাঁ বাজার”। কক্সবাজারের জেলার অন্তর্গত উখিয়া উপজেলার কোর্ট বাজারের পশ্চিম পার্শ্বে অবস্থিত একটি বাজার হল রুঁমখা বাজার। যার প্রচুর জনপ্রিয়তা ছিল। কোর্টবাজার যখন আজ থেকে ২০ বছর আগেও তেমন একটা প্রসিদ্ধ ছিলো না তখনো আলোচিত ছিলো রুমখাঁবাজার। গরু,মহিষ,ছাগল সহ গবাদিপশুর কেনা-বেচার জন্যে এটি ছিল খুবই নামকরা। অনেক দূর দূরান্ত হতে ছোটে আসত মানুষ ব্যবসায়ের জন্যে বা পণ্য ক্রয়ের সুবাদে।কিন্তু সম্প্রতি ৬-৭ বছরের মধ্যে এটি ধীরে ধীরে বিলুপ্তি হতে থাকে। নেই কোন পশু-পাখির কোলাহল,নেই সে বাজারের মানুষের ভিড়,নেই সেই মাছ বাজারের বিভিন্ন প্রজাতির মাছের সমাহার। তৎকালীন রুমখাঁ বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও প্রবীণ মুরব্বি আলহাজ্ব সোলতান আহমদ সওদাগর জানান, ১৯৬২সালের দিকে রুমখাঁ হাট বাজার ছিলো কক্সবাজারের দক্ষিণাঞ্চলের বিখ্যাত বাজার। প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার বাজারের দিন ধার্য্য ছিলো। উখিয়া উপজেলার মনখালী,পাগলিরবিল,উখিয়া সদর,ভালুকিয়াপালং,ইনানী সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে বাজারে আসতো জনতা। জনসাধারণের ভিড় আর কোলাহলের আওয়াজ যেত অনেকদূর পর্যন্ত। মানুষের চতুর্দিকে পদচারণায় মুখরিত ছিলো বাজার। তবে যুগের পরিবর্তনের সাথে মানুষের যাতায়াত বৃদ্ধি ফলে কোর্টবাজার স্টেশনে রূপ নেয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী জানান, রুমখাঁ বাজারের প্রবেশের রাস্তাটিও সংস্কার করা হয়েছিলো। নিয়মিত সংস্কার করা হবে বলে জানান তিনি।
তবে বর্তমানে বাজারটি কাঁদায় ভরে গেছে এবং একটিমাত্র তরকারির দোকান রয়েছে।