যুগান্তর :

(সিনহা হত্যা প্রসঙ্গে সাবেক আইজিপির অভিমত)

সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেন, সব প্রতিষ্ঠানই আইনকানুন ও বিধিবিধানের মধ্যে চলে। এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে সবাই ভালো বা সবাই খারাপ। কেউ বেআইনি কাজ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। সিনহা হত্যার বিষয়ে প্রশাসনিক অনুসন্ধানের পাশাপাশি ফৌজদারি অপরাধের তদন্ত হচ্ছে। যারা দোষী প্রমাণিত হবে, তাদের নিশ্চয়ই শাস্তি হবে। তিনি বলেন, অন্য কোনো সার্ভিসে কোনো সদস্য অপকর্ম করলে প্রতিষ্ঠানকে দায়ী করা হয় না। কেবল পুলিশের কেউ অন্যায় করলে এর দায়িত্ব বাহিনীর ওপর চাপানোর অপচেষ্টা করা হয়। এটা ঠিক না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণকে নিয়েই পুলিশকে কাজ করতে হয়। অনেক চাপের মধ্যে তাদের কাজ করতে হয়। তাদের কাজের ‘টাইম ফ্রেম’ নেই। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়। তাই তাদের মধ্যে ভুলভ্রান্তি হতেই পারে। সবাই মিলে কাজ করলে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম থাকবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত যেসব তথ্য জানতে পারছি, তা বেশির ভাগ গণমাধ্যম থেকে। আসলে প্রকৃত ঘটনা কী হয়েছিল, তা তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই জানা যাবে। পুলিশকে অস্ত্র দেয়া হয়েছে গুলি করার জন্য। কিন্তু গুলি কখন কোন অবস্থায় কীভাবে করা হবে, তার প্রশিক্ষণও দেয়া হয়েছে। মানুষের যানমাল রক্ষায় পুলিশ গুলি করতে পারে। প্রতিপক্ষ যদি পুলিশের ওপর গুলি ছোড়ে, গুলি করতে উদ্যত হয়, তখন পুলিশের গুলি করা ঠিক আছে। মেজর (অব.) সিনহার ঘটনায় কী ঘটেছিল, তা আমার কাছে এখনও পরিষ্কার নয়। পুলিশ যদি প্রকৃত অর্থে আত্মরক্ষার জন্য গুলি করে থাকে, তাহলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ডিফেন্স করার সুযোগ পাবেন। না হলে তাদের ডিফেন্সের সুযোগ কম।