চট্টগ্রাম প্রতিনিধি:

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ পেয়ে চট্টগ্রাম জিপিওতে কর্মরত ডাক বিভাগের দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে সেখানকার অন্যান্য কর্মকর্তারা।

ডাক বিভাগের নিজস্ব অডিট বিভাগে এ দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাদের নগরের কোতোয়ালী থানায় সোপর্দ করে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ওই দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়। তারা হলেন- সারওয়ার আলম ও নুর মোহাম্মদ।

পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সকালে ডাক বিভাগের নিজস্ব অডিট বিভাগ এই দুই কর্মকর্তাকে আমাদের হাতে সোপর্দ করে গেছেন। এ দুজনের বিরুদ্ধে একটা মামলা হচ্ছে। তবে পুরো অভিযোগ সর্ম্পকে এখনো জানা যায়নি।