মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

পবিত্র খতমে কোরআন ও দোয়া মাহফিল এর মাধ্যমে সাবেক সংসদ সদস্য ও সফল রাষ্ট্রদূত, এ অঞ্চলের রাজনীতির বরপুত্র ওসমান সরওয়ার আলম চৌধুরী’র দশম মৃত্যুবর্ষিকীর পালনের দিন ব্যাপী কর্মসূচী শুরু হয়েছে।
আজ বৃহষ্পতিবার ২৭ আগস্ট সকালে অনুষ্ঠিত রামু ‘ওসমান ভবনে’ খতমে কোরআন ও দোয়া মাহফিলে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, বিশিষ্ট আলেম-ওলাামা সহ নেতৃবৃন্দ অংশ নেন।

দিনব্যাপী অনুষ্ঠানমালা মধ্যে আরো রয়েছে, বৃহস্পতিবার দুপুর ২ টায় শোক র‌্যালী ও আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী’র কবর জেয়ারত, প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিকাল ৩ টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ‘ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তন’ এ স্মরণসভা।

স্মরণসভায় আলোচক হিসেবে অধ্যক্ষ কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা প্রধান অতিথি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার-৪ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) ফোরকান আহমেদ, বিশিষ্ট আলেম মাওলানা হাফেজ আবদুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ফরিদুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম. মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল হক, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম কবির, কক্সবাজার জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি বাবুল শর্মা, প্রবীণ আওয়ামীলীগ নেতা রফিক আহমদ চৌধুরী, মীর কাসেম, বিশিষ্ট নাট্যকার মাষ্টার মো. আলম, হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়ের (অব:) প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বড়ুয়া বুলু, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ এবং অধ্যক্ষ আলহাজ ওসমান সরওয়ার আলম চৌধুরীর ঘনিষ্টজনেরা অতিথি হিসাবে স্মৃতিচারন করবেন। স্মরণ সভায় সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী। স্মরণ সভায় ধন্যবাদ জ্ঞাপন করবেন-আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী’র সন্তান, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

কক্সবাজারের মাটি ও মানুষের রাজনীতিবিদ, শিক্ষাবিদ, শ্রেষ্ঠ সমাজসেবক, এ গণমানুষের ভালোবাসার মানসপুত্র অধ্যক্ষ আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরী ২০১০ সালের এইদিনে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে যান।