মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার ২৬ আগস্ট ৩৭০জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৩৫জনের রিপোর্ট ‘পজেটিভ’ আসে। তারমধ্যে, কক্সবাজার জেলায় ৩০জন, চট্টগ্রামের বাঁশখালীতে ২জন, রোহিঙ্গা শরনার্থী ১জন ও আগে করোনা আক্রান্ত হওয়া ২জন পুরাতন রোগীর ফলোআপ টেস্ট
রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

একইদিন বাকী ৩৩৫ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া সিবিএন-কে এতথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলায় করোনা ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া ৩০ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৫জন, চকরিয়া উপজেলায় ১জন, রামু উপজেলায় ২জন, উখিয়া উপজেলায় ১জন, টেকনাফ উপজেলায় ৬জন, কুতুবদিয়া উপজেলায় ১জন ও মহেশখালী উপজেলায় ৪ জন ।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৩৯৫৫ জনে পৌঁছেছে।

কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৫ আগস্ট পর্যন্ত ৬৯ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে, ৬৩জন স্থানীয় নাগরিক ও ৬জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’৭৮% ভাগ।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৫আগস্ট পর্যন্ত জেলায় ৩২৬৫ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮৩’১৮% ভাগ বলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের মেডিকেল অফিসার ডা. সাকিয়া হকের তৈরীকৃত জেলার কোভিড-১৯ এর সার্বিক ম্যাপিং থেকে জানা যায়।

এছাড়া ২৫ আগস্ট পর্যন্ত জেলায় ৪৬৬ জন করোনা আক্রান্ত রোগী হোম আইসোলেশনে রয়েছে এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশন রয়েছেন ১০৬ জন করোনা রোগী। ২৬ আগস্ট পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৩২ হাজার ৯৮৫ জনের নমুনা টেস্ট করা হয়েছে।