নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৯ আগস্ট নাইক্ষ্যংছড়ি ও সোনাইছড়িতে সফর করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি)।

ওই দিন তিনি সোনাইছড়িতে এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন করবেন।

এছাড়া ৪টি ব্রীজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকা রাস্তা নির্মাণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পার্বত্য মন্ত্রী।

সফরকালে পার্বত্য বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিদ্যুৎ সংযোগ লাইন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বরইতলী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, যাত্রী ছাউনি, বৌদ্ধ বিহার, বৌদ্ধ বিহারের মহিলা সাধনা ঘর এবং জিএফএস পানি লাইন উদ্বোধন করবেন।

মন্ত্রীর প্রতিশ্রুত বরইতলী উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ও গরীব জনসাধারণের মধ্যে ত্রাণ বিতরণ করবেন বলেও জানা গেছে।

মন্ত্রীর সফর প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি) মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বস্ত নাবিক। তার যোগ্য নেতৃত্বে এগিয়ে চলছে উন্নয়ন কর্মকান্ড। ইতোমধ্যে অসংখ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। যার কারণে পাহাড়ি-বাঙালিদের মধ্যে প্রশংসিত হয়েছেন তিনি।

তিনি জানান, সফরকালে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন করবেন উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত বীর বাহাদুর।
বাংলাদেশের প্রতিটি গ্রামকে শহর বানানোনোর বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, তা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর মাধ্যমে বাস্তবায়িত হতে চলেছে।